আপার যদি ডোমেইন প্রয়োজন হয় তাহলে এভাবে অর্ডার করুন। ডোমেইন অর্ডার করতে নিচের Order Now বোতামে ক্লিক করুন:
ডোমেইন ইনপুট বক্স দেখতে পাবেন। আপনার ডোমেইনটি লিখে সার্চ করুন। ডোমেইন খালি থাকলে স্ক্রল করে নিচে আসলে Add to Cart বাটন দেখতে পাবেন। অথবা অন্যান্য ডোমেইন নিতে ডোমেইনের উপরে Add বাটনে ক্লিক করুন।
সার্চ করে অনেকগুলো ডোসেইন এড করে একসাথে অর্ডার করা যাবে।
ডোমেইনের ৩ টা ফিচার আসবে। ৩ টাই সিলেক্ট করে দিন।
১. DNS Management: গুগল ব্লগারের মত হোস্টিং সার্ভিসে করতে DNS Management প্রয়োজন হয়। তাছাড়া SEO, Speed Optimization ইত্যাদির ক্ষেত্রেও প্রয়োজন পড়ে।
২. ID Protection: whois এ আপনার তথ্য হাইড করার জন্য এটি টিক দেয়া প্রয়োজন। এটিতে টিক না দিলে স্প্যামার ও হ্যাকাররা আপনার তথ্য যেমন ইমেইল, ফোন নাম্বার, ঠিকানা দেখতে পাবে। পরবর্তীতে তারা আপনার মেইলে মার্কেটিং মেইল ও পিসিং লিংক পাঠাতে থাকবে।
৩. Email Forwarding: মেইল ফরওয়ার্ড করার জন্য এই ফিচারটা টিক দিতে পারেন।
এবার Continue বটনে ক্লিক করুন > তারপরে Checkout বাটনে ক্লিক করুন
আপনি যদি হোস্ট নীলে নতুন হয়ে থাকেন তাহলে “Create a New Account” আপশনে সিলেক্ট করে আপনার নাম, ঠিকানা, ফোন নাম্বার দিন। প্রতিটা ঘর পূরণ করুন। বিকাশে পেমেন্ট করতে bKash সিলেক্ট করুন। Terms and service এ ক্লিক করে Complete অর্ডার দিন।
অর্ডার কমপ্লিট হলে পেমেন্ট করতে পারবেন। পেমেন্ট মেথড দেখতে পাবেন। বিকাশে পেমেন্ট করতে বিকাশ পেমেন্ট লোগোতে ক্লিক করুন। পেমেন্ট করার কিছু সময়ের মধ্যে ডোমেইন এক্টিভ হয়ে যাবে।